বিজ্ঞান ব্লগ

বিজ্ঞান মেলা -কিছু সহজ ও মজার প্রজেক্ট

বিজ্ঞান মেলা তে অংশগ্রহণ করে নিজের একটা প্রজেক্ট বা আইডিয়া শেয়ার করতে কার না ভালো লাগে?আমরা স্কুল কলেজে পড়ুয়া যখন ছিলাম  কমবেশি সবাই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে।আজকে এমন কিছু ছোট ছোট মজার প্রজেক্টের আইডিয়া শেয়ার করবো,  যেগুলো স্কুলের শিক্ষার্থীরা খুব সহজেই নিজেরা তৈরি করতে পারবে । আর তাহলে দেরি কেনো? সবকিছু নিয়ে প্রজেক্ট বানানো শুরু করে দেয়া যাক।

 

১.Phone Microscope: হ্যা ,ঘরে বসে বানিয়ে ফেলা যাবে একটা ছোট খাটো মাইক্রোস্কোপ।যা দিয়ে দেখাও যাবে  আণুবীক্ষণিক অনেক কিছুই।এই প্রজেক্টটি বানাতে বেশি কিছু প্রয়োজন নেই, একটা স্মার্টফোন, কনভেক্স লেন্স আর আলোর  উৎস হিসেবে টর্চলাইট

ফোন মাইক্রোস্কোপের নিচে পাতার শিরাবিন্যাস দেখা

 

প্রথমেই স্মার্টফোনের ক্যামেরা লেন্সের সাথে টেপ দিয়ে  কনভেক্স লেন্সটি লাগিয়ে নিতে হবে।পরে আলোর উৎস বরাবর বসিয়ে নিতে হবে।সেটআপ হয়ে গেলে এবার শুধু যেই জিনিসটির আণুবীক্ষণিক অংশ দেখতে চাই তা লেন্সের নিচে বসালেই হবে। নিচে প্রজেক্টটি বানানোর একটা ইউটিউব ভিডিও লিংক দেয়া হলোঃ

*How to make Microscope at home in easy steps

 

২.Rain water harvesting system: এই প্রজেক্টটি বানানো অনেক সহজ আর এটার কনসেপ্ট ও চমৎকার। বৃষ্টির পানিকে কিভাবে জমিয়ে রেখে সারাবছর ব্যবহার করা যায় তাই এই প্রজেক্টের প্রতিপাদ্য।পানির অপচয় রোধ আর যাদের পানির সংকট রয়েছে তারা যেভাবে এই জমানো পানি একটা সিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারে তাও রয়েছে। খুব কম খরচে এই কনসেপ্ট- ই প্রজেক্টের মাধ্যমে করা যায়। পানি ফিল্টারিং এর জন্য কিছু উপাদান, ঘর বাড়ির কিছু মডেল আর ছোট ছোট পাইপ লাইন যা বৃষ্টির পানির মাধ্যম হিসেবে ব্যবহার হবে।নিচে প্রজেক্টটি বানানোর একটা ইউটিউব ভিডিও লিংক দেয়া হলোঃ

*Project – Rain water harvesting

এগুলো পড়তে ভুলবেন না !!!

মোলার প্রেগনেন্সি: গর্ভধারণের ঝুঁকি ও আদ্যোপান্ত

শকুন্তলা দেবী : একজন হিউম্যান কম্পিউটার

৩।Water level detector:  

প্রজেক্টটি ব্যবহার করে পানির লেভেল সম্পর্কে ধারনা পাওয়া যাবে।বাসায় পানির ট্যাংকে পানি ভরে অনেক সময় অপচয় হয় আবার পানি শেষ হয়ে গেলেও অনেক সময় বোঝা যায় না।এই ডিটেক্টরটি ট্যাংকের সাথে যুক্ত করা হলে এটি লাইট বা সংকেতের মাধ্যমে জানিয়ে দিবে পানি ভরে গেছে কিনা। এতে করে খুব সহজেই পানির ট্যাংকি ভরে গেলে সংকেত পাওয়া যায়।আবার বন্যাপ্রবণ এলাকায় ভারি বৃষ্টিপাত হলে ওয়াটার লেভেল ইন্ডিকেটরের মাধ্যমে আগে থেকেই সতর্ক করে দেয়া যায়।

ওয়াটার লেভেল ডিটেক্টর বানাতে একটি ব্রেড বোর্ড,ব্যাটারি,ট্রানজিস্টর,রেজিস্টর,কিছু এলইডি লাইট,একটি বাজার বা স্পিকার লাগবে। নিচে প্রজেক্ট-ই বানানোর একটা ইউটিউব ভিডিও লিংক দেয়া হলোঃ

*Water level detector

৪.Steam power generator: এই প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে বাষ্প কে ব্যবহার করে তা থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। এই প্রজেক্টটি ৩ ধাপে কাজ করে থাকে।প্রথম ধাপে, পানি কে উচ্চচাপের বাষ্পে রূপান্তর করা হয়। পরে সেই বাষ্পকে ব্যবহার করে সামনে থাকা টার্বাইনকে ঘুরানো হয়।পরের ধাপে টার্বাইনের ঘূর্ণনশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।

প্রজেক্টের মডেল বানাতে একটা এলইডি লাইট,মোটর,একটা কন্টেইনার,আগুন দেওয়ার জন্য স্পিরিট ল্যাম্প আর কিছু জিনিসপত্র লাগবে।  এই মডেলটি ব্যবহার করে বাষ্পীয় শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় কিভাবে তা দেখানো হয়েছে।নিচে প্রজেক্ট-ই বানানোর একটা ইউটিউব ভিডিও লিংক দেয়া হলোঃ

 

Steam Power Generator model

*Steam Power Generator

তাহলে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আজই বানানো হয়ে যাক ছোট আর সহজ একটা প্রজেক্ট!!

Exit mobile version