বিজ্ঞান ব্লগ

রোবটিক্সের ৩ টি সূত্র যে কারণে কাজ করেনা !

কখনো কি রোবটিক্সের সূত্র সম্পর্কে শুনেছেন? আইজ্যাক অসিমভ, একজন আমেরিকান লেখক, তার ফিকশন উপন্যাস I, Robot ‘ বইতে রোবটিক্সের তিনটি সূত্র সম্পর্কে উল্লেখ করেনতিনি বলেন মানুষের সাথে রোবটদের বন্ধুত্বসুলভ সম্পর্ক থাকবে অর্থাৎ তারা কখনো আমাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করবে না। 

আইজ্যাক অসিমভ রোবটিক্সের তিনটি সূত্র প্রদান করেন চলুন  সূত্র তিনটি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ 
. আইজ্যাক অসিমভের প্রথম সূত্রে বলা হয়েছে রোবটরা কখনোই মানুষের উপর আক্রমণ করবে না

২. তার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে রোবটরা মানুষের দেওয়া সমস্ত নির্দেশনা পালন করবেতবে প্রথমসূত্রটি লঙ্ঘিত হয় এমন কোন নির্দেশনা এক্ষেত্রে কাজ করবে না 

. শেষ সূত্রটিতে বলা হয়েছে রোবটরা যেকোন আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষা করবেতবে এটি প্রথম ও দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবেনা৷   
কি ভাবছেন? সূত্রগুলো ঠিক আছে! আধুনিক রোবটিক্স সায়েন্স এ সূত্রগুলোকে সমর্থন করেনারোবটিক্স বিশেষজ্ঞরা মনে করেন এই  সূত্রগুলি শুধু ত্রুটিপূর্ণই নয়, এগুলো সম্পূর্ণরূপে ভুলআইজ্যাক অসিমভ তার ফিকশন উপন্যাস I, Robot বইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেভাবে দেখিয়েছিলেন বর্তমানে বিজ্ঞান এর থেকে অনেক অগ্রসর হয়ে গিয়েছে

এই সূত্রগুলির প্রথম সমস্যা হচ্ছে এগুলো কাল্পনিক ফিকশন গল্প ব্যতীত আর কিছুই নয়অসিমভ সূত্রগুলি তার গল্প লেখার প্লট হিসেবে লিখেছিলেনতিনি বলেছিলেন, রোবটেরা সূত্রগুলিকে অনুসরণ করে এবং ‘হিউম্যান’ শব্দটি এদের নিকট যথাযথ অর্থ বহন করে৷ কিন্তু আমরা যদি বাস্তব বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখতে পাই রোবটদের কাছে ‘হিউম্যান’ শব্দটি পূর্ব থেকে প্রোগ্রাম করে দেওয়া কিছু মানুষকে বোঝায় 

সুত্রগুলির দ্বিতীয় সমস্যাটি হলো এখন পর্যন্ত এমন কোন প্রযুক্তি নেই যা অসিমভের এই সূত্রগুলি কোন যন্ত্রের ভিতর প্রতিস্থাপন করতে পারেজনপ্রিয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান iRobot এর কর্ণধার রুডনি ব্রুকস বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলো আমাদের রোবটগুলো কি অসিমভের সূত্রগুলি মেনে চলে কিনাজবাবে আমি বলেছিলাম, আমরা রোবটগুলোর ভিতরে অসিমভের সূত্রগুলি স্থাপন করতে পারবো না      

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট বেন গোয়ার্টজেল ও লুই হেলম বলেন, অসিমভের দেওয়া সূত্রগুলো অপর্যাপ্ত এবং বিক্ষিপ্তঅসিমভ সূত্রগুলিকে যতটা বিস্তীর্ণ মনে করেছিলেন প্রকৃতপক্ষে এগুলি ততটা বিস্তীর্ণ নয়হেলম মনে করেন, বাধা-ধরা নিয়মের ভিতরে কখনো একটি সিস্টেম পরিপূর্ণভাবে কাজ করতে পারে না কারণ এটি সিস্টেমের শক্তিকে বাধা প্রদান করে

মঙ্গল-আমাদের পরবর্তী গন্তব্য? সুবিধা, অসুবিধা আর পরিকল্পনা-Click Here


 
অধিকন্তু, অসিমভের সূত্রগুলি একটি অন্তর্নিহিত শ্রেনিবিন্যাস সৃষ্টি করে যেখানে রোবটদের কম গুরুত্ব দেওয়া হয়েছেহেলম মনে করেন, রোবটিক্স বিজ্ঞানে নৈতিকতার যথেষ্ট প্রসার ঘটাতে হবেরোবটগুলোকে নৈতিকতা উপলব্ধি করতে পারার সক্ষমতা প্রদান করতে হবেআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপারদের মোরাল অব সিগনিফিকেন্স’ শব্দটি মাথায় রেখে রোবটিক্স প্রযুক্তির প্রসার ঘটানো উচিত।

 

অসিমভের এই রুলসগুলো এডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ কোন মেশিনের ক্ষেত্রে প্রায়োগিক কাজে আসে নাতবে রোবটদের যদি প্রোগ্রাম করে দেওয়া না হয় তাহলে তারা যে যেকোন বিপত্তি ঘটবেনা এমনটির কোন নিশ্চয়তাও দেওয়া যায় নাকিছু বিশেষজ্ঞ মনে করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির নিজস্ব মতাদর্শ থাকা উচিত – এতে করে একটি রোবট নিজ থেকেই সঠিক ও বেঠিক উপলব্ধি করতে পারবেহার্টফোর্টশায়ার বিশ্ববিদ্যালয়ের গভেষকরা এই এপ্রোচকে ইথিক্যাল প্রোগ্রামিং এর ক্ষমতায়ন/এম্পায়ারমেন্ট হিসেবে আখ্যায়িত করেছেনরোবটকে ক্ষমতায়নের গুণাবলি প্রোগ্রাম করে দিলে এটি ভালো-মন্দের পার্থক্য ধরতে পারবে এবং ভালো কাজটিকে বেছে নিবে

 

তাই রোবটের এই ক্ষমতায়নকে অনেক বিশেষজ্ঞ ইতিবাচকভাবে দেখছেনতারা আশা করেন, ভবিষ্যতে মানুষরোবটের এক যুগান্তকারী মেলবন্ধন গড়ে উঠবে। 
Exit mobile version