বিজ্ঞান ব্লগ

উন্মোচিত হচ্ছে ডার্ক ম্যাটারের রহস্য!

ডার্ক ম্যাটার পদার্থবিজ্ঞানীদের কাছে এখনো সবচেয়ে বড় রহস্য। সেই রহস্যের আবরণ কিছুটা হলেও কি খুলছে? সাম্প্রতিক এক গবেষণা সে কথাই বলছে। গত বছর এনজিসি ১০৫২-ডিএফ৪নামের এই গ্যালাক্সির সন্ধান পান বিজ্ঞানীরা, যেখানে ডার্ক ম্যাটারের পরিমাণ ছিল বিস্ময়করভাবে খুব কম! এটা অস্বাভাবিক ব্যাপার। ডার্ক ম্যাটারের পরিমাণ এত কম হলে গোটা মহাবিশ্বের হিসাবেই গর্বর হয়ে যায়।

Exit mobile version