Site icon বিজ্ঞান ব্লগ

ওয়ার্ডপ্রেস হাতেখড়িঃ ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যাবহার করবেন?

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু! আশা করি সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
শুরু করা যাক আজকের পোস্ট! ? ওয়ার্ডপ্রেস হাতেখড়িঃ ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যাবহার করবেন?

ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস হচ্ছে বিক্ষ্যাত ফ্রী এবং ওপেন সোর্স Content Management System (CMS) ওয়েব ডেভেলপিং প্লাটফর্ম যেখানে অনেক বিক্ষ্যাত ওয়েবসাইট বানানো রয়েছে! এটি প্রায় ১৪ বছর আগে প্রথম সংস্করণ হয় এবং এর বর্তমান ভার্শন 4.9.1 এ পৌঁছেছে। এর দুটি অপারেটিং সিস্টেম যা Unix-Like ও Windows নামে সুপরিচিত।

ওয়ার্ডপ্রেস মূলত কিসের উপর ভিত্তি করে?
আমরা কি কেউ PHP সম্পর্কে যানি? PHP এর পূর্ণরূপ হচ্ছে Preprocessor Programming। ওয়ার্ডপ্রেস মূলত PHP ও MySQL ডেটাবেইস এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।

কেন এই ওয়ার্ডপ্রেস?
প্রায় ১০ মিলিয়ন ওয়েবসাইট এর মধ্যে ২৮% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর সাহায্যে তৈরি করা হয়।

ওয়ার্ডপ্রেস ২ প্রকারঃ

১. হোস্টেড
এটি ফ্রীতে ওয়ার্ডপ্রেস এ তৈরি করা হয় যার আনলিমিটেড ফ্রী সুবিধা দেওয়া হয়! এখানে WordPress.com এ গিয়ে সরাসরি একাউন্ট তৈরি করে ওয়েব কাস্টমাইজেশন করা যায়! কিন্তু নিজস্ব কোনো থিম বা প্লাগিন ব্যাবহার করা যায় না!

২. নন- হোস্টেড
নন- হোস্টেড হচ্ছে নিজস্ব সুবিধার প্লাটফর্ম যেখানে নিজের খরচে ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়! হোস্টিং প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার ব্যবস্থা রয়েছে! সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নন- হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্যাবহার করার মাদ্ধ্যমে নিজস্ব থিম এবং প্লাগিন ব্যবহার করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস এর সুবিধা সমূহ!
ওয়ার্ডপ্রেস হচ্ছে খুব বিখ্যাত ও ব্যাবহারে সহয একটি প্লাটফর্ম। মোবাইল ইউজারদের জন্য ওয়ার্ডপ্রেস খুবি সহযে ব্যাবহারযোগ্য। ওয়ার্ডপ্রেস ব্যাসিক ইউজারদের জন্য খুব সুন্দর সাপোর্ট দিয়ে থাকে! প্রাথমিক ইউজারগণ কোডিং ধারণা ছাড়াই থিম ইন্সটল করার মাদ্ধ্যমে তার ব্লগ কাস্টমাইজেশন করতে পারবে।

আর কিছু বললাম না! ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন, আমাদের সাথেই থাকুন । দেখা হবে পরবর্তী পোস্ট এ। ধন্যবাদ!

Exit mobile version