‘আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’ এই শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। কিন্তু প্রকৃতঅর্থে কতখানি এর সম্পর্কে আমরা জানি তা সন্ধিহান। অনেকেই মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স শুধুমাত্র সায়েন্স ফিকশন মুভিতেই দেখানো সম্ভব, বাস্তবে এর কোন প্রয়োগ নেই। আবার অনেকে মনে করেন ভবিষ্যতে হয়তো এরকম কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন রবোট পাওয়া যেতে পারে।
তাদের জন্য রয়েছে সুখবর, রোবট নির্মাতা প্রতিষ্ঠান ভিনক্রস নিয়ে এসেছে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্পাইডার রবোট যার নাম রাখা হয়েছে হেক্সা।
হেক্সা ছয় পা বিশিষ্ট একটি মাকড়সা আকৃতির রোবট। এর তিনটি চোখ একে অনবদ্যভাবে সামনের দিকে চালিত করে। চলার পথে সমস্ত বাধা অতিক্রম করে এটি তার মনিবের জন্য কাংখিত জিনিসটি নিয়ে ফিরে আসে।
যদিও অন্যান্য ড্রোনের মতো হেক্সা উড়তে পারে না, তবে আপনি চাইলে এটা দিয়ে মজাও করতে পারবেন। রাতের বেলায় যখন আপনার বন্ধুরা ঘুমে বিভোর থাকবে, তখন একে বিছানায় ছেড়ে দিয়ে খানিকটা ভয় দেখাতে পারবেন, সঙ্গে পুরোনো প্রতিশোধও মিটে যাবে।
এই আর্টিকেলে আমরা হেক্সা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো। চলুন জেনে নেওয়া যাক-
হেক্সার মডেলটি নির্মাণ করা হয়েছে ছয় পা বিশিষ্ট পতঙ্গের অনুকরণে। ছয়টি পা থাকার কারণে এটি যেকোন জায়গা দিয়েই চলতে পারে। চালনাশক্তির প্রতি গুরুত্ব দিয়ে নির্মাণকারীরা এর এমন ডিজাইন দিয়েছেন কারণ পূর্বে নির্মিত রবোটগুলি সব জায়গায় চলতে পারতো না।
আপনাদের মাথায় হয়তো ইতিমধ্যে ঘুরপাক খাওয়া শুরু হয়ে গেছে যে কি কি থাকতে পারে এই অদ্ভুত রবোটটির শরীরে। চলুন জেনে নেই। এর শরীরে রয়েছেঃ
-
ইনফ্রারেড ট্রান্সমিটার
-
সেন্সর
-
ক্যামেরা
-
ডুয়াল কোর ARM কর্টেক্স A-9 প্রসেসর
-
৩৬০° বডি রোটেশন
প্রযুক্তির বরপুত্রঃনতুন পৃথিবী আনছেন এলন মাস্ক-Click Here |