বিজ্ঞান ব্লগ

মহাকাশ থেকে পৃথিবীতে পড়ন্ত সকল বস্তু-উল্কাপাত,ধূমকেতু,অগ্নিগোলক এবং অন্যান্য

আমাদের সৌরজগৎ এ বিভিন্ন আকার ও প্রকারের প্রচুর পরিমাণ প্রস্তরখণ্ড ও বরফখণ্ড রয়েছে।সাধারণত Rocky Object দের বলা Meteoroid বা উল্কা এবং Icy Object দের বলা হয় Comet বা ধূমকেতু।যারা আকাশ পর্যবেক্ষণ করো তাদের জন্য এসব দেখা খুবই আনন্দের কারণ খালি চোখে কোন Binocular বা Telescope ছাড়াই এসব উল্কাপাত,ধূমকেতু ইত্যাদি চোখে পড়ে।চলো সংক্ষেপে জানা যাক এসব প্রস্তরখণ্ডের কোনটা আসলে কীঃ———-


Meteor Showers(উল্কাপাত)

পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণনকালে যখন কোন ধূমকেতুর কক্ষপথ দিয়ে যায় তখন ধূমকেতুর উচ্ছিষ্টাংশ(Trails Of Comet) পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে উল্কাপাত ঘটায়।এসময় ঘণ্টায় প্রায় ৩০ থেকে ১০০+ উল্কাবর্ষণ হয়।
সবচেয়ে সুন্দর উল্কাপাত বলা হয় Perseid Meteor Shower কে।এটা প্রতি বছর প্রায় ১২ই অগাস্ট দেখা যায় কারণ এসময় পৃথিবী Comet Swift-Tuttle এর পথ দিয়ে যায়।
আরো কিছু পরিচিত এবং জনপ্রিয় উল্কাপাত হলোঃ-
♪~Lyrids-এপ্রিল(২১-২২)
♪~Perseids-অগাস্ট(১১-১২)
♪~Orionids-অক্টোবর(২১-২২)
♪~Leonids-নভেম্বর(১৬-১৭)
♪~Geminids-ডিসেম্বর(১৩-১৪)


Comets(ধূমকেতু)

Comet বা ধূমকেতু হলো সূর্যের সাথে উপবৃত্তাকার কক্ষে ঘূর্ণায়মান এমন একটি বস্তু যা ধূলিকণা ও বরফের (Dust & Ice-Frozen Mass) সমবায়ে গঠিত এবং সূর্যের নিকট দিয়ে ভ্রমণকালে এরা গ্যাস ও বরফের(Gas & Ice) লেজ সৃষ্টি করে।
মূলত দুই গ্রুপের ধূমকেতু আছেঃ-
☼Jupiter Family Comets
☼Halley Type Comets

কী হবে যদি কেউ ব্ল্যাকহোলে ঝাপ দেয় ?-Click here

আর এদের লেজ তিন ধরনের হয়ে থাকেঃ-
Ion Tail(গ্যাসের)
Dust Tail(ধূলিকণার)
Anti Tail(বিপরীত দিকে বয়ে চলে)
এখন পর্যন্ত ৩২৩৭ টি ধূমকেতুর অস্তিত্ব জানা গেছে কিন্তু খালি চোখে কেবল হ্যালির ধূমকেতুই দেখা যায়।তবে প্রতি বছর অন্তত একটি ধূমকেতু দেখা যায়।


Asteroids(গ্রহাণুপুঞ্জ)

মহাকাশে ঘূর্ণায়মান বড় প্রস্তরখণ্ড যাদের আকার ১০ মিটারের চেয়ে বেশি হয়ে থাকে।
আমাদের সৌরজগৎ এ প্রায় ১৫০০০ গ্রহাণু আছে যদের বেশিরভাগ Mars এবং Jupiter এর মাঝের Asteroid Belt এ ঘূর্ণায়মান।
একটা খবর দিয়ে রাখি-
“Asteroid Mining Will Create A Trillion Dollar Industry”


Bolide(বোলাইড)

এরা হলো বড় উল্কা যারা পৃথিবীর বায়ুমণ্ডলে এসেই বিস্ফোরিত হয়ে যায়-(Exploding Meteor)!


Meteoroids(উল্কা)

মহাকাশে ভাসমান এমন কিছু প্রস্তরখণ্ড(Rocky Body) যাদের আকার মাইক্রন থেকে শুরু করে ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে।এরা অন্যান্য গ্রহাণু,ধূমকেতুর উচ্ছিষ্টাংশ।


Meteor(প্রজ্বলিত উল্কা)

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর পর প্রজ্জ্বলিত উল্কাকে মিটিওর বলে।রাতের আকাশে খালি চোখেই প্রায় প্রতি ঘণ্টায় ৩-৪ টা জলন্ত উল্কাখণ্ড চোখে পড়ে।উল্কারা মোটামুটি চার ধরনের হয়ে থাকেঃ-
→Fainter(দুর্বল)-|বালুকণার মতো|
→Bright(উজ্জ্বল)-|মটর দানা-গলফ বলের সমান|
→Very Brigh(অধিক উজ্জ্বল)-|গোলক এর মতো|
→Large(বড়)-|বাস্কেটবল বা তার চেয়ে বড়|


Meteorite(উল্কাখণ্ড)

যেসব উল্কা(Meteroid) মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে সোজা ভূমিতে আছড়ে পড়ে এবং টুকরা টি ভূমিতে পাওয়া যায় (ছাই হয়ে যায়না) তাদেরকে বলা হয় উল্কাপিণ্ড।সাধারণর বড় মাপের উল্কাখণ্ড(বাস্কেটবলের চেয়ে বড়) যারা Ni এবং Fe এর সমবায়ে গঠিত তারাই পৃথিবী পৃষ্ঠে পৌঁছায়।


Fireball(অগ্নিগোলক)

পৃথিবী থেকে শুক্র গ্রহকে যে পরিমাণ উজ্জ্বল দেখা যায় তার চেয়ে বেশি উজ্জ্বল উল্কা গুলোকেই বলা হয় ফায়ার বল।
Exit mobile version