পুরো বছর জুড়ে আমরা অনেক ডে’ই তো সেলিব্রেট করি ! এর মাধ্যমে আমরা হয়তো আমাদের কাছের মানুষ গুলোকে খুশি করতে পারছি ,কিন্তু আমরা যদি একটু ভিন্ন ভাবে চিন্তা করি আমরা সবাই কে নিয়ে আনন্দে মেতে উঠতে পারব ৷ আর হ্যা ! আনন্দ যখন সবার সাথে ভাগাভাগি করে নেয়া হয় ,সে আনন্দ তখন কয়েক গুণ বেড়ে যায় ৷
আসুন না একদিন Plant Giving Day সেলিব্রেট করি ! যেদিন আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে একটি গাছের চারা উপহার দিব ! হোক না একটি নতুন যাত্রা ! Rose day তো কতই সেলিব্রেট করি ,একদিন না হয় Plant day সেলিব্রেট হোক ! ফুল তো অল্প দিনেই শুকিয়ে যায় ! একটি গাছ বছরের পর বছর ধরে আমাদের ছায়া দেয় ,অক্সিজেন দেয় সাথে বহন করে আমাদের প্রিয়জনের স্মৃতি আর ভালোবাসা ! একটি মানুষের মৃত্যুর পরও তার পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করে , “এই গাছ আমার দাদু লাগিয়েছিল ,নানু লাগিয়ে ছিল ” ৷
আসুন না একটি দিন পথশিশুদের সাথে কাটাই ! তাদের সাথে কিছুটা সময় সুখ দুঃখ ভাগাভাগি করে নেই ! কিছুদিন আগে দেখলাম রবীন্দ্র সরোবরে পথশিশুদের নিয়ে ফুসকা উৎসব করা হবে ৷যেখানে সব পথশিশুদের জন্মদিন পালন করা হবে ৷ আসুন না একদিন তাদের জন্মদিন সেলিব্রেট করি !
আসুন না অন্তত একটি দিনের জন্য হলেও প্রতিজ্ঞা করি , আজ যেখানে সেখানে ময়লা -আবর্জনা ফেলব না ! হোক না একদিন Clean Day Celebration !
নবনীতাদের বাসার পাশেই একটা Book shop ছিলো ৷ সেখানে wishing cards ও পাওয়া যায় ৷ কারো জন্য কার্ড কিনতে হলে সে ওখান থেকেই কিনতো ৷ last time ওর আব্বুর জন্য birthday card কেনার সময় তার হঠাৎ মনে হলো , যার কাছ থেকে কার্ড কিনে অন্যদের birthday তে wish করা হয় কিন্তু তার birthday তে তাকেই কখনো wish করা হয়না ৷ তখনি তার birthday date জেনে নিয়ে diary তে লিখে রাখে ৷ এবং তার জন্মদিনের দিন যথারীতি সে shop এ যায়, কার্ড পছন্দ করে,জন্মদিনের শুভেচ্ছা লেখা কাগজটি কার্ডে লাগানোর জন্য গাম চাইলে , নবনীতার হাতে গাম লেগে যাবে এজন্য উনি নিজেই লাগিয়ে দিলেন ৷ পে করার পর তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি জিজ্ঞেস করলেন “বাবা আর কিছু লাগবে ?” সে বলল,”কিছু লাগবে না” ৷এরপরও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন,”কিছু বলবা?”
নবনীতা তখন কার্ডটি তার দিকে বাড়িয়ে বলল,”শুভ জন্মদিন চাচা,অনেক অনেক শুভ কামনা আপনার জন্য৷” উনি অবাক হয়ে বললেন “তোমার মনে ছিলো !!!” উনি যত না খুশি হয়েছিলেন ,তার চেয়েও অনেক বেশি আনন্দিত ছিল নবনীতা ৷
কারো জন্য করা ছোট্ট একটা কাজ যে শুধু ওই মানুষটার দিনই ভালো করে দেয় তা না , আমাদের দিনটিকেও স্মরণীয় করে রাখে ৷
আসুন না একদিন ঠিক একই ভাবে কাউকে চমকে দেই এমন কিছু করে যা হয়তো সে তার জীবনে কখনো কল্পনাই করে নি ৷
হোক না একদিন Help Day Celebration! যার উদ্দেশ্য হবে প্রত্যেকে অন্তত একজন মানুষকে হলেও সাহায্য করব !
আসুন একদিন Idea Day পালন করি ৷ যেদিন আড্ডায় হবে না তৃতীয় কোন ব্যক্তির সমালোচনা ৷ আর সমালোচনা যদি করেই থাকি হোক সেটা Constructive Criticism ! যেন অপর ব্যক্তি তার ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করে নিতে পারে ৷
আসুন না একটি দিন নিজেকে ভালোবাসি ! নিজেকে নিয়ে ভাবি !অন্তত একটি দিন I hate my life না বলে Let’s start loving our life ! আসুন না একদিন Self Independent Day পালন করি ! যেদিন আমরা সবাই মিলে একশ জন ভিক্ষুককে সাবলম্বি করব ৷ এর জন্য যে খুব বেশি অর্থের প্রয়োজন হবে তা নয় ! শুধু একটু ইচ্ছের প্রয়োজন ৷
নিজেদের নিয়ে নয় ,এখন সময় সবাইকে নিয়ে ভাবার ! “আমি ” থেকে আমরা যেদিন “আমাদের ” নিয়ে ভাবতে শুরু করব ,পরিবর্তনের এই যাত্রা ঠিক সে মুহুর্ত থেকে শুরু হবে ৷ আমার দৃঢ় বিশ্বাস এ পরিবর্তন একদিন আসবে ! আসতেই হবে !