বিজ্ঞান ব্লগ

Refresh করলে কি আসলেই কম্পিউটার এর গতি বৃদ্ধি পায়?

যারা কম্পিউটার বা ল্যাপটপ এ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাদের সকলের-ই Refresh Button সম্পর্কে জানা আছে।

আচ্ছা এমন কি কেউ আছেন যে কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করার সাথে সাথে ৩- ৪ বার Refresh দেন না? এরকম কাউকে খুজে পাওয়া মনে হয় কষ্টকর হয়ে যাবে। এমন কি আমিও এই কাজ টা করে থাকি।

আমাদের মনে এক অদ্ভুদ ধারনা স্থায়ী ভাবে বাস করছে যে Refresh দিলেই কম্পিউটার এর গতি বাড়ে।

ছোট ১ টি ঘটনা বলি, আমি যখন প্রথম প্রথম কম্পিউটার চালানো শুরু করেছিলাম, তখন আমার এক বড় ভাই আমাকে উইন্ডোজ ইন্সটল করে দেয়। তখন তিনি আমাকে কিছু সফটওয়্যার দেয়ার জন্য পেনড্রাইভে করে নিয়ে এসেছিল। সেগুলো আমার কম্পিউটার এ কপি পেস্ট করা হচ্ছিল।

সেই ভাই আমাকে বলল একটু পর পর Refresh করতে থাকতে, তাহলে তারাতারি ফাইল ট্রান্সফার হবে। আমিও বোকার মত প্রায় ২ ঘণ্টা ধরে Refresh করেই জাচ্ছিলাম।   

এরকম ঘটনা হয়ত অনেকের সাথেই ঘটে থাকবে।

স্মার্ট সময়ের ৫টি স্মার্ট এপ –পর্ব ২

 তাহলে Refresh Button এর কাজ কি?

উইন্ডোজ এর আগের ভার্সন গুলতে ডেস্কটপ এ কোন পরিবর্তন করা হলে তা পরিবর্তন হলেও সেটা তৎক্ষণাৎ দেখা যেত না। তখন একবার Refresh করলেই সেই পরিবর্তন টা দেখা যেত। এর জন্য উইন্ডোজ এ Refresh Button থাকতো।

 কিন্তু বর্তমানে উইন্ডোজ অনেক আপডেট হয়ে গিয়েছে। এখন ডেস্কটপ এ কোন পরিবর্তন করলে তা সাথে সাথেই দেখা যায়।

কিন্তু উইন্ডোজ এর আপডেট ভার্সন গুলোতে এখনও Refresh Button রয়েছে, এটা হয়ত তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য!

কোয়ান্টাম কম্পিউটিং-আদ্যোপান্ত

প্রশ্ন থাকতে পারে কিভাবে?
বর্তমানে ডেস্কটপ একা একাই নির্দিষ্ট সময় পরপর Refresh হতে থাকে, এবং এটি এত দ্রুত হয় যা আমাদের পক্ষে দেখা সম্ভব না।

তাহলে বোঝা গেল যে Refresh Button কোনোভাবেই কম্পিউটার এর গতি নিয়ন্ত্রণ করতে পারে না।

অর্থাৎ, “ Refresh করলে কম্পিউটার এর গতি বৃদ্ধি পায়। ”- এটি একটি MYTH ছাড়া কিছুই নাহ।  

Exit mobile version