ধরো একদিন নৈশভোজ করতে করতে তুমি চিন্তা করলে এমন একটা প্রানী ডিজাইন করবে যে প্রানীটা তোমার কথায় উঠবে বসবে, তুমি যেভাবে বলবে সেভাবে কাজ করবে!!
আদৌ কি এটা সম্ভব?
অন্য কোথাও সম্ভব না, তবে তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ো তবে অবশ্যই সম্ভব। একমাত্র এ সাবজেক্টটিতে পরে তুমি মোডিফাই করতে পারবে নিজের পছন্দমত প্রাণী। ডিজাইন করতে পারবে নিজের পছন্দের E-Coli.
ব্যপারটা খুবই ইন্টারেস্টিং তাই না?
এ অত্যাধুনিক বিষয়টিতে পড়তে যে যে গুন থাকতে হবে-
চিন্তাশীল
পরিশ্রমী
পাশাপাশি জীববিজ্ঞান এবং জৈব রসায়নের (Organic Chemistry) দক্ষ হতে হবে। চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে এমন কিছু করা সম্ভব যা কেউ ভাবতেও পারে না।
যেমন, একবার আমেরিকার ইউনিভার্সিটি অব উয়োমিং এর কিছু বিজ্ঞানী ঠিক করলেন ছাগলের দুধের মধ্যে তিনি মাকড়সার জালের সূতা তৈরি করবেন যা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সূতা। তিনি সফল হয়েছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং সৃষ্টি করেছিলেন বায়োস্টীল!
————————–————————–————————–—–
বায়োস্টীল সম্পর্কে জানতে হলে ভিজিট করতে পারোhttp://en.wikipedia.org/wiki/Biosteel
|
ফার্মেসি-র সাবজেক্ট রিভিউটি পড়তে ক্লিক করো |