IT নিয়ে অনার্স শেষ করলে সর্বপ্রথম তোমার পরিচয় হবে “সফটওয়্যার ইঞ্জিনিয়ার” হিসেবে। IIT পড়তে চাইলে তোমার সর্বপ্রথম যে কোয়ালিটিগুলো না থাকলেই নয়-
১. মুখস্থবিদ্যাকে দূরে ঠেলে দেওয়া
২. প্রোগ্রামিং করার ধৈর্য্য ও ইচ্ছাশক্তি
৩. প্যাশন, সাধনা ও চিন্তাশক্তি
ধরে নাও তোমার একটা রেস্টুরেন্ট আছে। যেখানে সম্পূর্ন অফিসিয়াল কার্যক্রম চলবে রোবটের মাধ্যমে। রোবটই কাস্টমার রিসিভ থেকে শুরু করে বিল নেওয়া, ফুড সাপ্লাই, সবকিছু করে থাকবে। ক্রাইম হলে রোবটই ব্যবস্থা নেবে। তবে তোমার শরণাপন্ন হতে হবে একজন আইটি স্পেশালিস্ট এর।
অথবা ধরো তুমি তোমার রেস্টুরেন্ট এর জন্য একটা স্পেশাল অ্যান্ড্রইড অ্যাপ বানাতে চাও। যেটা দিয়ে কাস্টমার ফুড অর্ডার করতে পারবে, বিল পরিশোধ করতে পারবে, প্রয়োজনে অর্ডার বাতিলও করতে পারবে। তখনও তোমার যেতে হবে একজন সফটওয়ার ইঞ্জিনিয়ারের কাছে। বুঝতেই পারছো একজন IT Degree Holder এর কর্মক্ষেত্রের তথা দায়িত্বের কোন শেষ নেই। কেননা প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানীর জন্ম হচ্ছে। জন্ম হচ্ছে নতুন নতুন প্রযুক্তির প্রয়োজনিয়তা।
বাংলাদেশে সর্বপ্রথম IT প্লাটফর্ম চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০১ সালে। (১৯৮৫ সালে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের “কম্পিউটার সেন্টার” এর নাম পরিবর্তন করে তথ্য প্রযুক্তি ইনস্টটিউট রাখা হয় ২০০১ সালে)। গর্বের বিষয় IT থেকেই দেশে সর্বপ্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিগ্রি দেওয়া হয় (BSc in Software Engineering – BSSE).
প্রোগ্রামের প্রতি ভালবাসাঃ
IIT তে পড়তে গেলে সবার আগে প্রোগ্রামিং-কে ভালবাসতে হবে। একজন প্রোগ্রামার যেভাবে বলবে কম্পিউটার সেভাবেই কাজ করতে বাধ্য। কেবল মাত্র চার দেয়ালের মাঝে বসে আউটসোর্সিং করে বড়লোক হওয়াই তোমার উদ্দেশ্য থাকবেনা। তোমার চিন্তা থাকবে তুমি প্রোগ্রামিং শিখতে চাও কারন বাংলাদেশ যখন চাঁদে রকেট পাঠাবে তার নিয়ন্ত্রণকারী কম্পিউটারের অপারেটিং সিস্টেম লিখবে তুমি। তুমি চাও কোটিকোটি টাকা মূল্যে বিদেশ থেকে আনা জীবন রক্ষাকারী মেডিক্যাল ইকুইপমেন্ট কম খরচে দেশে বসেই তৈরি করতে। তুমি এমন একজন এক্সপার্ট হতে চাও যে বিভিন্ন কল কারখানা অটোমেটেড করে ফেলতে পারে। অথবা তুমি চাও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করতে… (এই তালিকা অনেক বড় হতে পারে)
তবে কখনই মোটিভেটেড হয়ে এ সাবজেক্টটি বেছে নেওয়া যাবে না। কেননা কেউ মোটিভেটেড হয়ে CSE শুরু করতে পারে ঠিকই, ১ম-২য় বর্ষ শো অফেই কেটে যায় কিন্তু পরবর্তিতে রাত-দিন প্রোগ্রামিং করে কাটিয়ে দিতে পারে না। এই জন্য দরকার প্যাশন।
সিএসই সাবজেক্ট রিভিউটি পড়তে ক্লিক করো |