আমরা অনেকেই শুনে থাকি ফার্মাসিস্টগণ রোগীর প্রেসক্রিপশন করে থাকেন।তবে কি ফার্মাসিস্টগণ ডাক্তারদের মতো কাজ করে থাকেন নাকি অন্যকিছু!!
আমরা হয়তো এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখি না।তবে কি ফার্মাসিস্টগণ একজন ডাক্তার!!?
না,তা কিন্তু নয়।একজন ফার্মাসিস্টকে বলা হয় মাস্টার অব ড্রাগ( Master of drug)যেখানে একজন ডাক্তারকে বলা হয় মাস্টার অব ডিজিজ( Master of disease)।
ফার্মেসি পড়ে জীবনে কি হতে পারি তা নিয়ে আলোচনার চেষ্টা করছি।
ফার্মেসি কি(What is Pharmacy)?
ফার্মেসি (Pharmacy) শব্দটি গ্রীক শব্দ Pharmacon থেকে উদ্ভূত যার অর্থ হচ্ছে ড্রাগ, অন্য অর্থে মেডিসিন। ফার্মেসি বিজ্ঞানের এমন একটি শাখা যা কিনা ফার্মাসিউটিক্যাল ড্রাগ উৎপাদন, বিপণন এবং সঠিক,নিরাপদ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করে।ফার্মাসিতে অভিজ্ঞ ব্যক্তিকে বলা হয় ফার্মসিস্ট(Pharmacist)।
ফার্মেসির মূল উদ্দেশ্য কি?
একজন রোগীর নিকট সঠিক ও নিরাপদ মেডিসিন পোঁছে দেয়া এবং এর কার্যকর প্রয়োগের মাধ্যমে ইতিবাচক ফলাফল সুনিশ্চিত করাই হচ্ছে ফার্মেসি এর মূল উদ্দেশ্য।
সিএসই সাবজেক্ট রিভিউটি পড়তে ক্লিক করো |