অজানাকে জানার আগ্রহ মানুষের অনেক আগে থেকেই প্রবল। আর অজানা বিষয়টির সাথে যদি রহস্য যোগ করা হয় তাহলে মানুষ হুমড়ি খেয়ে পরে বিষয়টি সম্পর্কে জানতে। রহস্য ব্যাপারটা আমাদের মস্তিষ্ককে একটু বেশিই আকর্ষণ করে।
পৃথিবীতে বেশ কিছু স্থান রয়েছে যার রহস্য আজও উদ্ধার করা সম্ভব হয়নি। এমনই একটি স্থান এরিয়া ৫১ । বেশ কিছু দাবি ও অনুমান ছাড়া এরিয়া ৫১ সম্পর্কে বিস্তারিত জানা আজও সম্ভব হয়নি।
কী রয়েছে এর ভেতরে? কেনই বা এর আশেপাশের গ্রামের লোকজন UFO দেখেছেন বলে দাবি করেন? কেন এখানে জনসাধারণ তো দূরে থাক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তারাও প্রবেশাধিকার পান না?
এরিয়া ৫১ একটি বিশাল সামরিক বাহিনীর অপারেশন ঘাটি, যার আয়তন ২৬,০০০ বর্গকিলোমিটার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিম রেকেল গ্রামের কাছে অবস্থিত।
এটি একটি বিরাট গোপনীয় সামরিক বিমান ঘাঁটি যা ঠিক গ্রুম হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। এটির প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষাকরণ এবং উন্নতিসাধন করা। অস্থায়ী ভাবে একে বলা হয় নেইলস এয়ার ফোর্স রেঞ্জ(NAFR)।
এই ঘাঁটি পরিচালনা করে নেইলস এয়ার ফোর্স বেসের ৯৯ এয়ার ফোর্স উইং। এই স্থানের চারদিকের আকাশ সবার জন্য নিষিদ্ধ।
যে ৬ টি কারণে প্রতিমাসে একটি করে বই পড়া উচিত |