পুরো বছর জুড়ে আমরা অনেক ডে’ই তো সেলিব্রেট করি !
এর মাধ্যমে আমরা হয়তো আমাদের কাছের মানুষ গুলোকে খুশি করতে পারছি ,কিন্তু আমরা যদি একটু ভিন্ন ভাবে চিন্তা করি আমরা সবাই কে নিয়ে আনন্দে মেতে উঠতে পারব ৷
আর হ্যা ! আনন্দ যখন সবার সাথে ভাগাভাগি করে নেয়া হয় ,সে আনন্দ তখন কয়েক গুণ বেড়ে যায় ৷
আসুন না একদিন Plant Giving Day সেলিব্রেট করি !
যেদিন আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে একটি গাছের চারা উপহার দিব ! হোক না একটি নতুন যাত্রা !
Rose day তো কতই সেলিব্রেট করি ,একদিন না হয় Plant day সেলিব্রেট হোক !
ফুল তো অল্প দিনেই শুকিয়ে যায় !
একটি গাছ বছরের পর বছর ধরে আমাদের ছায়া দেয় ,অক্সিজেন দেয় সাথে বহন করে আমাদের প্রিয়জনের স্মৃতি আর ভালোবাসা !
একটি মানুষের মৃত্যুর পরও তার পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করে , “এই গাছ আমার দাদু লাগিয়েছিল ,নানু লাগিয়ে ছিল ” ৷
আসুন না একটি দিন পথশিশুদের সাথে কাটাই !
তাদের সাথে কিছুটা সময় সুখ দুঃখ ভাগাভাগি করে নেই ! কিছুদিন আগে দেখলাম রবীন্দ্র সরোবরে পথশিশুদের নিয়ে ফুসকা উৎসব করা হবে ৷যেখানে সব পথশিশুদের জন্মদিন পালন করা হবে ৷
আসুন না একদিন তাদের জন্মদিন সেলিব্রেট করি !
আসুন না অন্তত একটি দিনের জন্য হলেও প্রতিজ্ঞা করি , আজ যেখানে সেখানে ময়লা -আবর্জনা ফেলব না ! হোক না একদিন Clean Day Celebration !
|
স্বপ্ন যখন বিল গেইটসের চেয়ার !-ক্লিক করো |