স্বপ্ন সবাই দেখে, কেউ জেগে আবার কেউ ঘুমিয়ে। বড় হতে হবে অনেক বড়। বড় হওয়ার স্বপ্ন অনেকেই দেখে থাকলেও অনেক বড় হওয়ার স্বপ্ন কয়জনই বা দেখি। মোটা অঙ্কের চাকরী করার স্বপ্ন সবার থাকলেও মোটা অঙ্কের চাকরী দেওয়ার স্বপ্ন সবাই দেখতে পারে না।
বিল গেটসের অফিসের চেয়ারে বসে চাকরী করার স্বপ্ন অনেকেই দেখলেও বিল গেটসের চেয়ারটিতে বসে কাজ করার স্বপ্ন দেখে হাতে গুনা কয়েকজন।
আমাদের জীবনের উদ্দেশ্যই থাকে, আমাদের জন্য কোন একটা কাজের ব্যবস্থা করে দেওয়া থাকবে, আর আমরা সেখানে গিয়ে কাজ করব। কাজ করার ব্যবস্থাটা যে কে করে দিবে, সেটা নিয়ে কখনও ভাবি না। দেশে আজ হাজার হাজার যুবক বেকার, শুধু তাদের মত চিন্তা ধারনার জন্য। নতুন কিছু করে নিজের এবং সমাজের জন্য যারা কাজ করে তারাইত একদিক হয়ে উঠে অনেক, অনেক বড়। অনেক বড় হওয়ার স্বপ্ন আপনার তখনই পূরন হবে যখন আপনি হতে পারবেন একজন সত্যিকারের উদ্যোক্তা।
কারন, তারা শুধু নিজের জন্য কাজ করে না, তারা কাজ করে মানুষ এবং সমাজের জন্য। তারা বিশ্বাস করে শুধু নিজে বড় হওয়া যায় না, আপনি বড় তখনই হতে পারবেন যখন একসাথে নিজের এবং সমাজের উন্নয়ন করতে পারবেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠার মজার গল্প সম্পর্কে জানতে ক্লিক করো |