ম্যাট মুয়েলওয়েগ সর্বপ্রথম ২০০৩ সালের ২৭শে মে WordPress প্রকাশ করেন এবং ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত WordPress ৩.০ সংস্করন ৬৫ বিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে । শুরু থেকে এটি ব্লগিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে WordPress দিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট নির্মান করা হচ্ছে ।
আদিতে WordPress এর অগ্রদূত ছিল B2 এবং C A F E L O G নামের সংগঠন । WordPress , CMS টি PHP ফ্রেমওয়ার্ক এবং MySQL ডেটাবেজ এর সমন্বিত রূপ । এটি মাইকেল ভাল্ড্রিঘি কর্তৃক আধুনিকায়ন করা , যিনি বর্তমানে WordPress এর ডেভেলপার এবং WordPress এর অগ্রদূত হিসেবে খ্যাত ।
২০০৪ সালে Six A part কর্তৃক তৈরিকৃত আরেক ব্লগিং সফটওয়্যার Movable Type তাদের ব্যবহার বিধিমালা পরিবর্তন করায় তাদের বেশীরভাগ ব্যবহারকারীগণ Movable Type ছেড়ে WordPress এ পাড়ি জমায় । আর এটিই WordPress এর ভাগ্য কে প্রসারিত করে দেয় ।
অক্টোবর ২০০৯, ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেয়ার মার্কেট রিপোর্ট অনুযায়ী দেখা যায় , WordPress ২০০৯ সালে তাদের টার্গেটের তুলনায় ওপেনসোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে অধিক জনপ্রিয়তা এবং সফলতা অর্জন করতে সক্ষম হয় । আর এভাবেই WordPress আজকের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ।
WordPress নিয়ে আরো কিছু পরবর্তিতে ধাপে ধাপে পোস্ট আকারে দেওয়া হবে ।
বিঃ দ্রঃ ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন