১৯০৯ সাল।কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে দশম শ্রেণির শিক্ষার্থীদের ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফল বেরিয়েছে। প্রথম হয়েছে পূর্ব ভারতীয় রেলওয়ের হিসাবরক্ষক সুরেন্দ্রনাথ বসুর ছেলে সত্যেন্দ্রনাথ বসু ওরফে সত্যেন। পরে যার নাম থেকেই নাম হয় মহাবিশ্ব গঠনকারী বোসন কণা।
আর সমগ্র পূর্ব বাংলায় ৩য় স্থান অর্জন করেছে গাজীপুরের শেওড়াতলী থেকে মাসিক ৭ টাকা বৃত্তি আর পাটকর্মী বড় ভাইয়ের পাঠানো ৫ টাকার ভরসায় ঢাকায় পড়তে আসা মুদি দোকানদার জগন্নাথ সাহার ৫ম সন্তান সাহা। যেই কিনা পরবর্তীতে হয়ে উঠেন আস্ট্রোফিজিক্সের জনক।
এরপর ১৯১১ সালে দুজনেই ভর্তি হন কলকাতার প্রিন্সটন কলেজে। সেখানে শিক্ষক হিসেবে পান আচার্য জগদীশ চন্দ্র বসু এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো গুণীদের। ১৯১৩ সালের বিএসসি পরীক্ষায়য় প্রথম শ্রেণীতে প্রথম হন সত্যেন্দ্রনাথ বসু এবং ২য় হন মেঘনাথ সাহা। স্নাতকোত্তর পরীক্ষাতেও সেই একই ফলাফলের পুনরাবৃত্তি। মেঘনাথ সাহা ফলিত গণিতে ২য় এবং সত্যেন বোস ১ম হয়ে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি।
ইতিমধ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বোস এবং সাহা দুজনেই সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন। প্রথমে গণিত বিভাগে, পরে পদার্থবিজ্ঞানে। সেই সময় কলকাতা বিজ্ঞান কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের “ল্যাবরেটরি” হিসেবে ছিলো প্রিন্সটন কলেজের সমৃদ্ধ লাইব্রেরি।
সেখানে বসেই বোস এবং সাহা আলবার্ট আইনস্টাইনের ১৯০৫ থেকে ১৯১৬ সালের মধ্যে প্রকাশিত জার্মান ভাষায় লেখা জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রথম ইংরেজি অনুবাদ করেন। যার জেরক্স কপি এখনো আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আইনস্টাইন আর্কাইভে রাখা আছে।
১৯১৯ সালের প্রথম পাঁচ মাস মেঘনাথ সাহা লন্ডনে বিজ্ঞানী আলফ্রেড ফাউলারের পরীক্ষাগারে এবং পরবর্তীতে বার্লিনে ওয়াস্টার নার্নস্টের সাথে কাজ শুরু করেন। সেই সময় জার্মান ভাষায় প্রকাশিত ওয়াস্টার নার্নস্টেরের একছাত্রের লেখা এক নিবন্ধের প্রতি আকৃষ্ট হন।
সূর্যের বর্ণালী বিশ্লেষণ করে সেখানে কিছু রেখা দেখা যায় যার উৎস বর্ণনা করা যাচ্ছিল না। নক্ষত্রের বাতাবরণে গ্যাসের অণু আয়নিত হওয়া ছিল সেই নিবন্ধেত বিষয়বস্তু। কিন্তু সেই নিবন্ধে আয়নায়নের জন্য ব্যবহৃত বিভব নিয়ে মেঘনাথ সাহার খটকা লাগে এবং তিনি নিজে উক্ত বিভব নির্ণয়ের সূত্রটি বের করেন। ১৯১৯ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে চারটি নিবন্ধ লেখেন।
যা পরবর্তীতে ১৯২০ সালে “ফিলোসফিক্যাল ম্যাগাজিন”নে প্রকাশিত হয়। এই চারটি প্রবন্ধের মধ্যে “আয়োনাইফেশন অব সোলার ক্রোমোস্ফিয়ার”- এ ব্যবহৃত প্রথমে সূত্রটি এখন “সাহা সমীকরণ” নামে পরিচিত, যা ব্যবহার করে প্রথমবারের মতো সূর্যের বর্ণমণ্ডলে ফ্রনহোফার রেখাগুলোর উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব হয়।
বিখ্যাত জোর্তিবিজ্ঞানী স্যার আর্থার এডিংটন এই সমীকরণকে জোর্তিবিজ্ঞানের শীর্ষ ১২তম আবিষ্কার হিসাবে স্বীকৃতি দেন। এরপরের ২ দশক মূলত মেঘনাথ সাহার এই সূত্রকে ঘিরেই জোর্তিপদার্থবিজ্ঞানের ভিত গড়ে উঠে। এজন্যই শেওড়াতলীর সেই ছেলেকে, ঢাকায় আসার শুরুর সময় যাকে টাকার অভাবে খালি পায়ে থাকতে হয়েছিল, সেই মেঘনাথ সাহাকে জোর্তিপদার্থবিজ্ঞানের জনক বলা হয়।
১৯২১ সালে মেঘনাথ সাহা দুই বছর বিদেশে গবেষণা করে দেশে ফিরে আসেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন।
একই বছর সত্যেন্দ্রনাথ বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার হিসাবে যোগদান করেন। এরই কিছুদিন পর একদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় তিনি শিক্ষার্থীদের ম্যাক্স প্লাংকের বিকীরণ সূত্রটি পড়াচ্ছিলেন এবং তার যৌক্তিক গরমিল দেখানোর চেষ্টা করছিলেন।
ড্রাইভ / ড্রপবক্সের ডেটাগুলো কি আকাশে (ক্লাউড) থাকে? |